লুপব্যাক এড্রেস কি?

প্রশ্ন উত্তরলুপব্যাক এড্রেস কি?
Ripon asked 6 years ago

এইটার সর্ম্পকে জানতে চাই? 


1 Answers
Imran Hossain answered 6 years ago

সাধারণত আইপি৪ এ লুপব্যাক এড্রেস হলো, 127.0.0.1 । এটি ব্যবহার করে কোন লোকাল হোস্টকে বুঝানো হয়। আইপি৬ এ এই লুপব্যাক এড্রেস হলো, 0:0:0:0:0:0:0:0:1 , একে সংক্ষেপে লেখা হয় ::1 হিসাবে। নিজের নিকোট কোনো মেসেজ পাঠাতে সব হোস্ট এই এড্রেস ব্যবহার করবে।কোন এডমিনিস্ট্রেটর এই এড্রেস কোনো হোস্টকে দিতে পারবে না। আইপি৪ এর মতোই এই এড্রেসকে ট্রাবলশ্ত্যটিঙের জন্য ব্যবহার করা যেতে পারে।


Your Answer

8 + 20 =

error: Content is protected !!