নেটওয়ার্কের উৎপত্তি কিভাবে হয়

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিনেটওয়ার্কের উৎপত্তি কিভাবে হয়
Sotton asked 7 years ago

প্লিজ কেউ উওর দিবেন কি? 


1 Answers
Imran Hossain answered 7 years ago

ষাটের দশকের প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সির ARPA নামে একটি প্রকল্প হাতে নেয়, যার উদ্দেশ্য ছিল এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যাতে যুদ্ধের সময় ও এক সামরিক ঘাটি থেকে আরেক সামরিক ঘাঁটি সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। এই নেটওয়ার্কে বলা হয় আরপানেট।
বছর দশেকের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে ফেলে এবং ১৯৭১ সালের মধ্যে এর ২৩ টি নোট প্রতিষ্ঠিত হয়। এ সময় এ নেটওয়ার্কের প্রধান ব্যবহার ছিল ইলেকট্রনিক মেইল আদান- প্রদান।
আশির দশকে অপারেটর বৃদ্ধি পেতে থাকে এবং ১৯৮৯ সালে দিকে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেল। আর জনগনের জন্য উম্মুক্ত করে দেয়া হল। আর ইন্টারনেটের জন্ম হয় আরপানেট থেকেই। 


Your Answer

1 + 14 =

error: Content is protected !!