ওয়াইম্যাক্স
ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হচ্ছে, বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কি.মি পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে। তাকেই ওয়াইম্যাক্স বলে।
ওয়াইম্যাক্স এর ফুল নাম হচ্ছে, Worldwide Interoperability for Micro wave Access . Winmax নেটওয়ার্ক এর ব্যান্ডউইথ 30 MBps থেকে 75 MBps পর্যন্ত স্থির ডিভাইসে Gbps হতে পারে। একজন ব্যবহারকারীকে সর্বনিম্ন 4-8 Mbps ব্যান্ডউইথ কাজ করার সুযোগ দিয়ে থাকে।
1 Answers
Your Answer