PPTP সার্ভার
সাধারনত VPN প্রটোকলসমূহের মধ্যে সহজতম কনফিগারেশন হলো PPTP । এটি সহজে সেটআপ করা যায় এবং অনেক ধরনের ক্লায়েন্টের সাথে ব্যবহার করা যায়। বস্তত সবচেয়ে বেশি সংখ্যক ক্লায়েন্ট এই প্রটোকল সমর্থন করে। উইন্ডোজ ৯৫ থেকে শুরু করে উইন্ডোজ সার্ভার ২০০৮ সব ক্লায়েন্টই PPTP সমর্থ। এটির ব্যবহার সরল হলেও নিরাপত্তার দিক থেকে তেমন সুবিধার নয়।