Google maps ব্যবহার করে লোকেশন বের করবো কিভাবে
বলা হয়ে থাকে মানুষ খোঁজার জন্ Facebook আর জায়গা খোঁজার জন্য Google এর জুড়ি নেই । Google maps ব্যবহার করে আমরা খুব সহজে যেকোন স্থানের লোকেশন বের করতে পারি, যেমন রাস্তা, বাড়ি, মসজিদ, হোটেল সহ বিভিন্ন স্থানের লোকেশন Google Maps ব্যবহার করে বের করতে পারি। ধরুন, আপনি কোন জঙ্গলে হারিয়ে গেছেন কিংবা পথ ভুল করেছেন। আবার আপনার আশে পাশে কেউ নাই যে আপনাকে সাহায্য করবে। তো কিভাবে পথ খুঁজে পাবেন? তো চলুন নিচের অংশে দেখে নেওয়া যাক।
হাঁ পথ খুঁজে পাওয়া সম্ভব যদি সাথে থাকে স্মার্ট ফোন আর ইন্টারনেট কানেকশন। তাহলে দেশের যেকোন প্রান্ত থেকে google maps ব্যবহার করে পথ খুঁজে পাওয়া সম্ভব। চলুন দেরি না করে নিচের অংশে দেখে নেই।
Google map এ পথের খোঁজ
গুগল ম্যাপ আসলে প্রতিটি এন্ডয়েড ফোনের সাথেই থাকে। আর এন্ডয়েড ফোন গুলো GPS এর মাধ্যমে আপনার লোকেশন সব সময় ডিটেক্ট করতে পরে । তো শুরুতেই আপনার ফোনের GPS চালু আছে কিনা দেখে নিন । সাথে ইন্টারনেট ও চালু করুন কানর গুগল ম্যাপ ডাউনলোড করার জন্য ইন্টারনেট প্রয়োজন ।
এবার আপনার স্মার্ট ফোন থেকে google maps এপ্লিকেশন টি খুজে বের করুন এবং প্রবশ করুন। কোন কোন ফোনে এটি শুধু Maps নামে আছে । আবার কারো কারো ক্ষেত্রে থাকতে পারে Navigator. তো google maps এ প্রবেশ করার পর নিচের ছবিটির মতো দেখা যাবে।

google maps
আপনার ক্ষেত্রে অন্য আসতে পারে। উপরের ছবিটির নিচের দিকে ডান পাশে লাল মার্ক করা সাদা আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে আপনার অবস্থান দেখে নিন। উপরের ছবিটির মাঝ খানে লাল মার্ক করা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটি আমার অবস্থান।
এখন আমার অবস্থান থেকে ঢাকার পথ দেখে নিবো। ঢাকার পথ দেখার জন্য উপরের ছবিটির নিচের দিকে লাল মার্ক করা GO লেখা অংশে ক্লিক করলে আপনার মোবাইল ফোনের GPS অটোমেটি চালু হবে এবং নিচের ছবিটির মতো পেজ দেখা যাবে।

location
সেখানে উপরের ছবিটির লাল মার্ক করা Choose destination লেখা ঘরে আপনি যে স্থানের লোকেশন দেখে নিতে চান। সে স্থানে নাম বসিয়ে দিন। নাম বসানোর পর আপনার লোকেশন দেখা যাবে। ঠিক নিচের ছবিটির মতো।

choose destination
উপরের ছবিটিতে দেখুন। সেখানে উপরের লাল মার্ক করা স্থান থেকে নিচের ঢাকা পর্যন্ত পথ দেখা যাচ্ছে। আমার স্থান থেকে ঢাকা যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ২৪ মিনিট এবং রাস্তা 276 km।
এখন আপনি খুব সহজে যেকোন স্থানের পথ খুঁজে নিতে পারেন Google maps ব্যবহার করে।
গুগল ম্যাপে স্থান এর নর্দেশনা দেখাোর পদ্ধতি
ঠিক বুঝলাম না আপনি কি জানতে চাইছেন । আরো একটু বিস্তারিত জানালে উত্তর দেয়া যেতো ।