অধিক ফলনযোগ্য কলার জাত কোনগুলো?

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানঅধিক ফলনযোগ্য কলার জাত কোনগুলো?
Ziaur asked 4 years ago

অধিক ফলনযোগ্য কলার জাত কোনগুলো? এদের পরিচিতি?


1 Answers
Ziaur answered 4 years ago

বাংলাদেশে ৪০টির অধিক প্রজাতির কলা চাষ করা হয়। এগুলোর মধ্যে  পাকা অবস্থায় খাওয়ার জন্য কলার জাত ৪ প্রকার যথা: 


  • সম্পূর্ণ বীজমুক্ত কলা: যেমন-সবরি, অমৃতসাগর, অগ্নিশ্বর, দুধসর, দুধসাগর প্রভৃতি ।
  • দু-একটি বীজযুক্ত কলা: যেমন-চাম্পা, চিনিচাম্পা, কবরী, চন্দন কবরী, জাবকাঠালী ইত্যাদি ।
  • বীজযুক্ত কলা: এটেকলা যেমন-বতুর আইটা, গোমা, সাংগী আইটা ইত্যাদি ।
  • আনাজী কলাসমুহ: যেমন-ভেড়ার ভোগ, চোয়াল পউশ, বর ভাগনে, বেহুলা, মন্দিরা, বিয়েরবাতি প্রভৃতি।

দোআশ ও বেলে দোআশ মাটি কলা চাষের জন্য উপযুক্ত। বৃষ্টির পানি জমে না – এমন জমিতে কলার চাষ করতে হবে। এছাড়া জমিটি যেন উচু ও পর্যাপ্ত রোদ পায় সে বিষয়েও খেয়াল রাখতে হবে।

Your Answer

0 + 1 =

error: Content is protected !!