অভ্র কিবোর্ডে কষ্ট কিভাবে লেখে

প্রশ্ন উত্তরCategory: Questionsঅভ্র কিবোর্ডে কষ্ট কিভাবে লেখে
info asked 3 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

অভ্র কিবোর্ড এ কষ্ট লেখা যায় ফনেটিক কিবোর্ড এ এবং অন্য লেআউট গুলোতেও
নিচে ফনেটিক ও অভ্র ইজি কিবোর্ড এ কষ্ট লেখার নিয়ম দিলাম


শুরুতেই ফনেটিক লেআউট  এ কষ্ট লেখা

koShT  ( k + o + Shift S + h + Shift T) চাপুন, চলে আসবে কষ্ট । মোবাইল এর রিদমিক কিবোর্ড এ ও এই koShT  ( k + o + Shift S + h + Shift T)  কাজ করবে ।

অভ্র ইজি লেআউট এ

k + Shift V + h +  t

যেখানে k = ক, Shift V = ষ, h =  ্ (লিংক বা যুক্ত করার জন্য ব্যবহার হয় ) এবং t = ট । সব মিলে হলো কষ্ট ।

Your Answer

10 + 14 =

error: Content is protected !!