উইন্ডোজ দেবার পর বিট লকার কাজ করেনা

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারউইন্ডোজ দেবার পর বিট লকার কাজ করেনা

আমার উইন্ডোজ দেবার পর বিট লকার কাজ করেনা । আগে কাজ করবো, কিন্তু এখন আর কাজ করেনা । 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

Windows BitLocker ড্রাইভ লক করার একটি বিল্ডইন সফ্টওয়ার যা Windows 7 Ultimate এ থাকে এবং Windows 10 Pro  তে Build-in থাকে।  তো আপনি যদি নতুন করে উইন্ডোজ দেবার পর দেখেন বিট লকার কাজ করছেনা, তা হলে নিচের যে কোন একটি হতে পারে এবং এর সমাধান ও আমরা আলোচনা করার চেষ্টা করছি নিচে ।


  • হতে পারে আপনি Windows 7 বা Windows 10 এর  কাস্টমাইজড কোন ভার্সন ইনসটল দিয়েছেন।
  • হতে পারে আপনি Ultimate বা Pro ইন্সটল দেন নি ।
  • হতে পারে আপনার Windows টি Light Version.
Lock Drive

Lock Drive

উইন্ডোজ দেবার পর বিট লকার কাজ না করলে কি করবেন ?

সহজ সমাধান হলো, BitLocker Download করে নিয়ে ইন্সটল করা । তবে এর একটি মিনিমাম সিসটেম রিকুয়ারমেন্ট আছে এবং তা হলোঃ

Windows Server 2008, Windows Vista Enterprise, Windows Vista Enterprise 64-bit edition, Windows Vista Service Pack 1, Windows Vista Ultimate, Windows Vista Ultimate 64-bit edition

এই অপারেটিং সিস্টেম গুলোর যে কোন একটিতে এটি সহজেই কাজ করে ।

তো এটি আপনি সহজেই নামিয়ে নিতে পারেন আপনার অপারেটিং সিস্টেমের বিট (৩২ বিট বা ৬৪ বিট ) এর জন্য নিচের লিংক থেকে ।

https://www.microsoft.com/en-us/download/details.aspx?id=7806

খুবই ছোট্ট ফাইল, 1MB এর ও কম ফাইন ।

Your Answer

7 + 19 =

error: Content is protected !!