এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস(Erythroblastosis fetalis) হলো Rh ফ্যাক্টরজনিত গর্ভাবস্থাকালীন একধরনের জটিলতা।
Rh+ ফ্যাক্টর যুক্ত পুরুষ এর সাথে Rh- ফ্যাক্টর যুক্ত মহিলার বিয়ে হলে তাদের প্রথম সন্তান Rh+ হবে। কারণ Rh+ হলো প্রকট বৈশিষ্ট্য। প্রথম সন্তান গর্ভে থাকাকালীন সময়ে তার Rh+ ফ্যাক্টর যুক্ত রক্ত অমরার মাধ্যমে মায়ের শরীরে পৈাছালে সেখালে অ্যান্টি Rh+ ফ্যাক্টর বা অ্যান্টিবডি তৈরী হয়।
উক্ত অ্যান্টিবডি প্রথম সন্তানের ক্ষেত্রে তেমন সমস্যা তৈরী না করলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে লোহিত রক্ত ভেঙ্গে যাওয়া, রক্ত স্বপ্লতা সহ নানান জতিলতা তৈরী হয়। এতে গর্ভপাত হতে পারে অথবা সন্তান জন্মের পর জন্ডিস আক্রান্ত হতে পারে।
এই ধরনের জটিলতাকে এরিথ্রোব্লাসেসইসসি ফিটালিস বলে।