এসএসডি কি?

SSD কি ও এসএসডি কাকে বলে? 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

SSD কি ?
SSD এর পুর্ন রুপ হলো Solid State Drive. এটির আরেক নাম ফ্যাস ড্রাইভ । এটি সাধারন HDD এর তুলনায় কমপক্ষে ৬ গুন দ্রুতগতির হয় ।


SSD Hard Drive

SSD Hard Drive

সাধারন হার্ড ড্রাইভ গুলো ডিস্ক ভিত্তিক হওয়ার তথ্য পড়তে ও লিখতে বেশি সময় লা্গে এবং গরম হয় । অপর দিকে SSD চিপ ভিত্তিক হওয়ার তথ্য পড়তে ও লিখতে খুবই কম সময় লাগে বলে এর গতি বেশি । আবার আলাদা ভাবে চাকা ঘুরাতে হয়না বলে এতে পাওয়ার খরচ ও কম । তবে তুলনা মুলক ভাবে SSD এর দাম একটু বেশি ।

Your Answer

17 + 8 =

error: Content is protected !!