ওয়াই-ফাই স্পিড

প্রশ্ন উত্তরওয়াই-ফাই স্পিড
Nahian Adnan Rumman asked 6 years ago

আমার ওয়াই-ফাই স্পিড 30mbps, কিন্তু কিছু download দিলে 1mbps বা 5mbps হয় কেনো?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

আপনার ওয়াইফাই স্পিড 30mbps বলতে কি বোঝাচ্ছেন ? রাউটার এর গায়ে লিখা আছে 30mbps নাকি আপনার ISP ( Internet Service Provider ) বলেছে আপনার কানেকশন ৩০এমবিপিএস দেয়া হয়েছে ? যদি রাউটার এর গায়ে লিখা থাকে 30mbps আর আপনার ISP আপনাকে নেট স্পিড দিয়ে থাকে 5mbps, তাহলে আপনি 5mbps ই পাবেন ।


চিন্তা করেন বড়ো একটা টিউব এর কথা যেটা মিনিটে 20L পানি বের করে দিতে পারে । কিন্তু ওকে দেয়া হচ্ছে যে পানি সেটা মিনিটে 5L , তাহলে সেই টিউবের ক্ষমতা 20L হলেও সে 5L এর বেশি পানি বের করতে পারবেনা কারন সে নিজেই সেই পরিমান পানি পাচ্ছে না ।

আবার আর ও একটি কারন হতে পারে । ধরে নিলাম আপনার  ISP 30mbps ই দিচ্ছে, কিন্তু আপনি যেই সাইট থেকে ডাউনলোড করছেন, তাদের নিজেদের স্পিড 5mbps, তাতেও স্পিড কম হতে পারে ।

আশা করি উত্তর টা পেয়েছেন

Your Answer

12 + 8 =

error: Content is protected !!