ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম
সাধারণত যে সব স্থানে ক্যাবলের মাধ্যেমে যোগাযোগ সম্ভব নইয় সেখানে যোগাযোগ স্থাপনের ও ডেটা ট্রান্সমিশনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অপরিহার্য। নেটওয়্যার্ক কভারেজের মধ্যে চলমান কোন ব্যক্তির ডেটা কমিনিকেশন করার দরকার হলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমেই যোগাযোগ স্থাপন করতে হয়। আবার যে সব স্থানে দ্রত যোগাযোগ স্থাপন করতে হয়(দুযোর্গ,যুদ্ধক্ষেত্রে) সেখানে ওয়্যারলেস সিস্টেম বেশ প্রয়োজনীয় সাধারণত একেই ওয়্যারলেস ক্যাবল বলে।