কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার কিছু পদ্ধতি আলোচনা কর।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখার কিছু পদ্ধতি আলোচনা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

নিম্নোক্ত পদ্ধতিগুলো মেনে চলে কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখা যায়ঃ

  1. কপি করা কোন সফটওয়্যার নিজের কম্পিউটারে ব্যবহারের পূর্বে সফটওয়্যারটিকে ভাইরাসমুক্ত করে নেয়া;
  2. অন্য কম্পিউটারে ব্যবহৃত সিডি, মেমোরি কার্ড, পেনড্রাইভ নিজের কম্পিউটারে প্রবেশ করানোর পূর্বে এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে স্ক্যান করে ভাইরাস মুক্ত করে নেয়া;
  3. অন্য কম্পিউটারের ব্যবৃহত ফাইল নিজের কম্পিউটারে ব্যবহার করার পূর্বে ভাইরাস মুক্ত করা;
  4. ব্যবহৃত সফটওয়্যার কপি করে ব্যবহার না করা;
  5. ইন্টারনেট থেকে যে কোন সফটওয়্যার ডাউনলোড করার পূর্বে সতর্ক থাকতে হবে কারণ ডাউনলোডকৃত সফটওয়্যার দ্বারা নিজের কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে;
  6. কম্পিউটারে ভাইরাস প্রবেশ করলে সতর্কতা বার্তা প্রদানের জন্য এন্টি ভাইরাস সফটওয়্যারটিকে আপডেট রাখতে হবে;
  7. প্রতিদিনের ব্যবহৃত ফাইল আলাদা কোন পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডে ব্যাকআপ রাখতে হবে; অবশ্য পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড ভাইরাসমুক্ত হতে হবে।
  8. e-mail আদান প্রদানের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা। যে কোন সন্দেহজনক e-mail ওপেন করা উচিত নয় করলে ভাইরাস মুক্ত করে তা ওপেন করা উচিত।
  9. Game ওপেনের পূর্বে অবশ্যই ভাইরাস মুক্ত করে নিতে হবে।


Your Answer

1 + 13 =

error: Content is protected !!