আসসালামু আলাইকুম,
কম্পিউটার আর্থিং না করলে কি কোনো রকমের সমস্যা হবে….?
আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের বিদ্যুৎ লাইনের মেইন সুইচ এ আর্থিং লাইন দেওয়া আছে। কিন্তু পিসিতে সরাসরি করা নেই। আর আমার পিসির পাওয়ার কেবল টু পিন এর এবং ইউপিএস ব্যবহার করি । পিসির কেসিংয়ের টাচ করলে, হালকা শক করে। এছাড়া আর কোন সমস্যা পায়নি।
তাই আমার প্রশ্ন হচ্ছে এই সমস্যাটি ছাড়া কম্পিউটারের হার্ডওয়ার বা যন্ত্রপাতির কোন সমস্যা হবে নাকি…?
সাধারনত আর্থিং করার প্রয়োজন পড়েনা কারন মেইন লাইন এর আর্থিং করাই থাকে । আর আপনি হালকা সক পাবার যে বিষয়টি বলছেন, সেটি হতে পারে ফেস অন্য লাইন এ আসলে । তো আপনি বোদহয় মার্টিপ্লাগ ব্যবহার করছেন এবং এটির পিন ২ টি ।
কথার কথা ধরে নিলাম আপনার ২পিন টির উপরের পিন টি p1 এবং নিচের টি p2. তো এবং p1 উপরে ও p2 নিচে আছে । আপনার ২পিন টি ১৮০ ডিগ্রী উল্টায়ে নেন, তাহয়ে p2 উপরে যাবে এবং p1 নিচে । এবং সক করার সমস্যা টি ও সমাধান হয়ে যেতে পারে ।