কম্পিউটার নিয়ে একটা প্রশ্………

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার নিয়ে একটা প্রশ্………
Md Jihad Kabir asked 4 years ago

আসসালামুয়ালাইকুম,
ডেস্কটপ পিসি চালানোর মাঝখান দিয়ে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কী কোনো রকম সমস্যা হয়….?
আর হলেই বা কী রকম…..?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

ওয়ালাইকুম-আস-সালাম,
ডেস্কটপ পিসি চালানোর সময় বিদ্যুৎ চলে গেলে অপ্রত্যাশিত ভাবে কম্পিউটার টি বন্ধ হয়ে যায় যদি UPS ব্যবহার করা না হয় ।
সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো যদি কোন কাজ করা অবস্থায় বিদ্যুৎ চলে গেলে কাজ ঠিকমতো সেভ করা যায়না । ফলে অনেক সময় একদম শুরু থেকেই শেই কাজটি আবার করা লাগে। আর UPS ব্যবহার করলে ফাইল সেভ করার সময় পাওয়া যায় ।
অপ্রত্যাশিত ভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেলে অপারেটিং সিস্টেম এর উপর চাপ পড়ে এবং অনেক সময় OS Crash ও করে । কম্পিউটার হঠাৎ বন্ধ হবার কারনে অনেক অপ্রয়োজনিয় টেম্প ফাইল জমা পড়ে যায় যেগুলো আসলে সাভাবিক ভাবে কম্পিউটার বন্ধ হলে অটো ডিলিট হয়ে যেতো ।
হঠাৎ বিদ্যুৎ গেলে কিংবা আসলে অনেক সময় মাদার বোর্ড ও হার্ড ড্রাইভ এর উপর চাপ পড়ে এবং সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, তবে আজকাল সেগুলোর স্টেবিলিটি ভালো হওয়ায় নস্ট হবার চান্স অনেক কম ।
তবে ভালো হয় ডেক্সটপ পিসির জন্য একটি ইউপিএস ব্যবহার করা ।


Your Answer

1 + 6 =

error: Content is protected !!