কিওয়ার্ড (Keyword) কি? বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: প্রোগ্রামিংকিওয়ার্ড (Keyword) কি? বর্ণনা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


2 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

কিওয়ার্ড (Keyword)

প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংখ্যক সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম তৈরি করার সময় ব্যবহার করা হয়। এই কিছু সংখ্যক সংরক্ষিত শব্দগুলোকেই কিওয়ার্ড বলা হয়। C প্রোগ্রামে ৩২টি সংরক্ষিত শব্দ আছে যা স্টেটমেন্ট নামে এগুলো পরিচিত।


এগুলোর প্রতিটির আলাদা আলাদা অর্থ আছে এবং এগুলোকে প্রোগ্রামে লেখার সময় ছোট হাতে অক্ষরে লিখতে হয়। নিম্নে C প্রোগ্রামে ব্যবহৃত কিওয়ার্ডগুলো দেখানো হয়েছেঃ

autodouble
breakelse
caseenum
charextern
constfloat
continuefor
defaultgoto
doif
intstruc
longswitch
registertypedel
returnunion
shortunsigned
singnedvoid
sizeofvolatile
staticwhile

Md Shariar Sarkar Staff answered 1 year ago

কিওয়ার্ড যে শুধু প্রোগ্রামিং এ আছে তা নয় । কি-ওয়ার্ড ব্লগার (Bloogers) বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর -রা ও ব্যবহার করে ।


কোন একটি নির্দিষ্ট টপিক কে অনলাইন প্লাটফর্ম এ Rank করার জন্য এক বা একাধিক ওয়ার্ড টার্গেট করা হয় এবং সে ওয়ার্ড গুলোকেও কিওয়ার্ড বলে ।

** আর প্রোগামিং এর ভাষায় যেগুলো কিওয়ার্ড সেগুলোকে রিজার্ভড ওয়ার্ড ( reserved word ) বলা হয় ।

Your Answer

6 + 10 =

error: Content is protected !!