কোড কাকে বলে?

Forid asked 6 years ago

কোড সম্পর্কে জানতে চাই ।


1 Answers
Imran Hossain answered 6 years ago

কোড বলতে বুঝি, কোড হল যন্ত্রের যোগাযোগ ও তথ্য বিশ্লেষণের একক । যা বর্ণ, শব্দ, ছবি, তরঙ্গ যে কোন কিছুতে রূপান্তরের মাধ্যমে প্রকাশ করা যায়। কোড প্রতিটি বর্ণ, শব্দ, ছবি, অক্ষরের জন্য আলাদা আলাদা সংকেত তৈরি করে থাকে। আধুনিক ডিজিটাল ইলেক্ট্রনিক ডিভাইস কম্পিউটারে যোগাযোগ ও তথ্য বিশ্লেষণের জন্য যে কোড ব্যবহার করা হয় তা হল বাইনারি কোড। অর্থাৎ কম্পিউটারের এর প্রতিটি বর্ণ সমষ্টিকে বাইনারি কোড বলে । 


Your Answer

3 + 20 =

error: Content is protected !!