কোন ব্র্যান্ড এর প্রিন্টার কিনলে মানের দিক থেকে ভালো হবে?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকোন ব্র্যান্ড এর প্রিন্টার কিনলে মানের দিক থেকে ভালো হবে?
tech bd asked 4 years ago

আমাদের দৈনন্দিন জীবনে নানা কারণেই আমাদেরকে অনেক ধরণের ডকুমেনটস প্রিন্ট করতে হয়। আর অফিশিয়াল কাজের জন্য তো প্রায় ই আমাদের কে প্রিন্ট করতে হয়।


অফিস এর জন্য ভালো হবে এমন একটি প্রিন্টার কোন ব্র্যান্ড এর ভালো হবে জানতে চাই। প্রিন্টার এর সকল ধরণের ধারণা দিয়ে সহায়তা করবেন এবং এর দাম সম্পর্কেও জানাবেন। আমি এইচপি ব্র্যান্ড টি খুব ই পছন্দ করি। তাই এইচপি ব্র্যান্ড এর কোন প্রিন্টার এর তথ্য দিলে ভালো হবে। নতুন এইচপি প্রিন্টার/ new hp printers এর তথ্য ও দিতে পারেন।

Your Answer

14 + 3 =

error: Content is protected !!