জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক ব্যাখ্যা কর।
1 Answers
জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কঃ
- উদ্ভিদ সালোকসংশ্লেষণ (Photosynthesis) প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লূকোজ সৃষ্টি করে। সালোকসংশ্লেষণ প্রধানত একটি রাসায়নিক বিক্রিয়া।
- উদ্ভিদ বাতাস হতে কার্বন ডাই অক্সাইড এবং মূল থেকে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এই পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটিয়ে গ্লূকোজ সৃষ্টি করে।
- বিভিন্ন ধরনের প্রাণী যে প্রোটিন ও শর্করা জাতীয় খাবার খায় শরীর সেই খাবার ভেঙ্গে অ্যামাইনো এসিড ও গ্লূকোজ উৎপন্ন করে।
- সমগ্র জীবদেহই রাসায়নিক পদার্থ দিয়ে সৃষ্টি। উদ্ভিদ এবং প্রাণীদের এসব রাসায়নিক পদার্থ ও তাদের ভিতরে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানেও আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পাশাপাশি সম্পর্কযুক্ত।