তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানতেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 3 weeks ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 3 weeks ago

তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাবঃ

তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেক উপকারে আসলেও এটি আমাদের জন্য অনেক বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। এর আলফা, বিটা এবং গামা রশ্মির নির্গত হওয়ার কারণে কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে ফলাফল স্বরুপ ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়েছিল, যার কারণে কয়েক লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে। 1986 সালে রাশিয়ার চেরোনোবিলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যার কারণে অনেক মানুষের প্রাণ হারিয়েছে এবং ঐ এলাকার পরিবেশ ব্যাপক দূষণ হয়েছে।


Your Answer

1 + 7 =

error: Content is protected !!