গাছের বংশ বিস্তারে পাখিদের অনেক ভুমিকাই রয়েছে । কিছু পাখি বিভিন্ন ফল খেয়ে অন্য জায়গায় বিস্টা ত্যাগ করে । পাখিরা অনেক ফলের বীজ হজম করতে পারেনা, ফয়ে বিস্টা থেকে সেই ফলগুলোর বীজ অন্য জায়গায় গিয়ে নতুন করে জন্মায় গাছ ।
আবার কিছু কিছু পাখি আছে যারা এ ফুল থেকে সে ফুলে ঘুরে বেড়ায়, এতে করে ফুলের রেনু এক ফুল থেকে অন্য ফুলে যায় এবং পরাগায়ন ঘটে ।
আবার পাখিরা ক্ষতিকর পোকা খেয়ে ফেলেও গাছের উপকার করে।
পাখি কি গাছের বংশ বিস্তারে সহায্য করে ?
1 Answers
Your Answer