পাথর বৃষ্টি বা শিলা বৃষ্টি কেমন করে হয় ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণপাথর বৃষ্টি বা শিলা বৃষ্টি কেমন করে হয় ?
Obaydur asked 6 years ago

পাথর বৃষ্টি বা শিলা বৃষ্টি কেমন করে হয় ? শিলা বৃষ্টি  হওয়ার কারন কি?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

বৃষ্টিপাতের মুল কারণ হচ্ছে একটি এলাকায় বায়ুর চাপ পরিবর্তন এবং বায়ুতে আর্দ্রতার প্রাপ্যতা। বাতাশের চাপ কম বেশি হল তাপমাত্রার উপর । বায়ুমণ্ডলের কোন এক অংশের বায়র চাপ কম থাকলে সেটি উপরে উঠে যেতে চায় এবং এর ফলে বায়ু প্রবাহ সৃষ্টি ।


আবার পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যে মেঘ সৃষ্টি হয় ।

তো চাপের তারতম্যের কারনে মেঘ গুলো সংকোচিত হয়ে ঘন হয় এবং আরো ভারি হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ এর জন্য ভুমির দিকে ছুটে আসে যাকে আমরা বৃষ্টিপাত বলি ।

আবার বাতাশের চাপ এক কম বেশির কারনে মাঝে মাঝে বায়ুমণ্ডলের কিছু অংশের তাপমাত্রা অনেক কমে যায় এবং এই অন্চলের ভেতর দিয়ে দিয়ে বৃষ্টি কনা গুলো আসার সময় বরফে পরিনত হয় । আর এর সেই বরফ কনাগুলোই পাথর বৃষ্টি বা শিলা বৃষ্টি রুপে ভুমিতে ফিরে আসে ।

Your Answer

13 + 6 =

error: Content is protected !!