Percentage বা শতকরা বের করার নিয়ম
যে সংখ্যার শতকরা বের করবেন সেটাকে ১০০ দ্বারা ভাগ করে তার সাতে যত পার্সেন্ট বের করবেন সেটি গুন করলেই পাওয়া যায় শতকরা হিসাব । যেমন ধরুন কোন একটি বই এর দাম দেয়া আছে ৩৮০ টাকা এবং আপনি ৫% ছাড়ে বইটি কিনতে পারবেন ।
তো এটি যদি আমরা কাগজে কলমে বের করতে চাই তাহলে হিসাব টি দাড়াবে নিচের মতো
৩৮০ টাকার ৫% = (৩৮০/১০০) x ৫ = ৩.৮ x ৫ = ১৯ টাকা
অর্থাৎ আপনি ১৯ টাকা ছাড় পাবেন এবং সে ক্ষেত্রে বইটিম ক্রয় মূল্য দাড়াবে ৩৮০ – ১৯ = ৩৬১ টাকা
ক্যালকুলেটর এ Percentage বা শতকরা বের করার নিয়ম
এই একই হিসাব ক্যালকুলেটর এ করলে পদ্ধতি টি হবে নিচের মতো ।
৩৮০ x ৫% এ পর্যন্ত থেকে গেলে দেখাবে ১৯
আর ৩৮০ x ৫% – = চাপলে একদম পেয়ে যাবেন ৩৬১
শতকরা হিসাবের আরো কয়েকটি উদাহরন পাবেন নিচের ভিডিও টিতে ।
যে কোন সংখ্যার পারসেন্ট বের করতে হলে, ঐ সংখ্যার সাথে পার্সেন্ট গুণ দিয়ে 100 ভাগ দিতে হবে। যেমন, ১০০০ এর ১২%=১২০(১০০০×১২÷১০০)/(১০০০÷১০০×১২)
ধন্যবাদ Dipon Chandra day 🙂
মোট বরাদ্দ ২,৫০,০২,৯০৯ টাকা। পরিশোধকৃত অর্থ ১,৪৩,০০,০০০ টাকা। তাহলে কত পারসেন্ট পরিশোধ করা হয়েছে
ধরুন X % পরিশোধ হয়েছে ।
এবার
X = ( পরিশোধ করা টাকা x ১০০ ) / মোট টাকা
= ( ১,৪৩,০০,০০০ x ১০০ ) / ২,৫০,০২,৯০৯
= ১,৪৩,০০,০০,০০০ / ২,৫০,০২,৯০৯
= ৫৭.১৯৩
অতএব পরিশোধ করা হয়েছে ৫৭.১৯৩ %
আমার কম্পটার এর screen দৈর্ঘ্য 1360 পিক্সেল। আমি সম্পর্ণ screen টা দরলাম ১০০%। এখন আমি ৩২০ পিক্সেল কত পারসেন্ট দখল করেছে আমি কিভেবে বের করবো।
দয়া করে একটু তারাতাড়ি উওর দিলে খুশি হতাম। ইমেল এ জানলে আরো খুশি হতাম
ধন্যবাদ
@ Rubel,
1360 px = 100 %
1px = 100 % / 1360
320 px = 320 x ( 100 % / 1360 ) = 32000 / 1360 == 23.529 বা 23.53 %
তো ৩২০ পিক্সেল ১৩৬০ পিক্সেলের ২৩.৫৩ %
ধন্যবাদ