Percentage বা শতকরা বের করার নিয়ম
যে সংখ্যার শতকরা বের করবেন সেটাকে ১০০ দ্বারা ভাগ করে তার সাতে যত পার্সেন্ট বের করবেন সেটি গুন করলেই পাওয়া যায় শতকরা হিসাব । যেমন ধরুন কোন একটি বই এর দাম দেয়া আছে ৩৮০ টাকা এবং আপনি ৫% ছাড়ে বইটি কিনতে পারবেন ।
তো এটি যদি আমরা কাগজে কলমে বের করতে চাই তাহলে হিসাব টি দাড়াবে নিচের মতো
৩৮০ টাকার ৫% = (৩৮০/১০০) x ৫ = ৩.৮ x ৫ = ১৯ টাকা
অর্থাৎ আপনি ১৯ টাকা ছাড় পাবেন এবং সে ক্ষেত্রে বইটিম ক্রয় মূল্য দাড়াবে ৩৮০ – ১৯ = ৩৬১ টাকা
ক্যালকুলেটর এ Percentage বা শতকরা বের করার নিয়ম
এই একই হিসাব ক্যালকুলেটর এ করলে পদ্ধতি টি হবে নিচের মতো ।
৩৮০ x ৫% এ পর্যন্ত থেকে গেলে দেখাবে ১৯
আর ৩৮০ x ৫% – = চাপলে একদম পেয়ে যাবেন ৩৬১
শতকরা হিসাবের আরো কয়েকটি উদাহরন পাবেন নিচের ভিডিও টিতে ।
যে কোন সংখ্যার পারসেন্ট বের করতে হলে, ঐ সংখ্যার সাথে পার্সেন্ট গুণ দিয়ে 100 ভাগ দিতে হবে। যেমন, ১০০০ এর ১২%=১২০(১০০০×১২÷১০০)/(১০০০÷১০০×১২)
ধন্যবাদ Dipon Chandra day 🙂
মোট বরাদ্দ ২,৫০,০২,৯০৯ টাকা। পরিশোধকৃত অর্থ ১,৪৩,০০,০০০ টাকা। তাহলে কত পারসেন্ট পরিশোধ করা হয়েছে
ধরুন X % পরিশোধ হয়েছে ।
এবার
X = ( পরিশোধ করা টাকা x ১০০ ) / মোট টাকা
= ( ১,৪৩,০০,০০০ x ১০০ ) / ২,৫০,০২,৯০৯
= ১,৪৩,০০,০০,০০০ / ২,৫০,০২,৯০৯
= ৫৭.১৯৩
অতএব পরিশোধ করা হয়েছে ৫৭.১৯৩ %
আমার কম্পটার এর screen দৈর্ঘ্য 1360 পিক্সেল। আমি সম্পর্ণ screen টা দরলাম ১০০%। এখন আমি ৩২০ পিক্সেল কত পারসেন্ট দখল করেছে আমি কিভেবে বের করবো।
দয়া করে একটু তারাতাড়ি উওর দিলে খুশি হতাম। ইমেল এ জানলে আরো খুশি হতাম
ধন্যবাদ
@ Rubel,
1360 px = 100 %
1px = 100 % / 1360
320 px = 320 x ( 100 % / 1360 ) = 32000 / 1360 == 23.529 বা 23.53 %
তো ৩২০ পিক্সেল ১৩৬০ পিক্সেলের ২৩.৫৩ %
ধন্যবাদ
ধরুন আমি প্রথমে একটা চেয়ার কিনলাম ২৭৭.৪ পয়সা দিয়ে তারপর আরেকটা চেয়ার কিনলাম ২৭৮.৩৮৮ পয়সা দিয়ে। এখন দ্বিতীয় চেয়ারের অতিরিক্ত .৯৮৮ পয়সার বেশি যাওয়ার সঠিক পার্সেন্টেজ বের করবো। কিভাবে জানবো কত পার্সেন্ট বেশি খরচ হল দ্বিতীয় চেয়ারটি ক্রয় করার জন্য?