ফটোশপে কত প্রকার টুল রয়েছে ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারফটোশপে কত প্রকার টুল রয়েছে ?
Niloy asked 6 years ago

ফটোশপে কত প্রকার টুল রয়েছে জানতে চাই


1 Answers
Imran Hossain answered 6 years ago

Photoshop এর ভার্সন ভেদে টুলের সংখ্যা কম বেশি হয় । ভার্সন ভেদে ফটোশপের টুল গুলোর সংখ্যা ৩০ থেকে ৫৫টি পর্যন্ত । ফটোশপে সবগুলো টুলকে মোট সাত ভাগে বিভিক্ত করা হয়েছে , এগুলো নিচের অংশে দেখানো হল,


  1. সিলেকশন টুলস (Selection Tools)
  2.  ক্রম ও স্লাইস টুলস (Crop and Slice Tools)
  3.  রিটাচিং টুলস (Retouching Tools)
  4. পেইন্টিং টুলস (Painting Tools)
  5.  ড্রয়িং ও টাইপিং টুলস (Drawing and Type Tools।
  6. অ্যানোটেশন এবং মেজারিং টুলস (Annotation and Measuring Tools).
  7. নেভিগেশন টুলস (Navigation Tool).

ফটোশপ টুল সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন , ফটোশপ টূলস গ্রুপফটোশপ টুলস পরিচিতি

Your Answer

7 + 12 =

error: Content is protected !!