ফটোশপ কি? এবং কিভাবে ফটোশপ ব্যবহার করবো

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিফটোশপ কি? এবং কিভাবে ফটোশপ ব্যবহার করবো
salam asked 6 years ago

এই বিষয় বিস্তারিত তথ্য জানতে চাই। 


1 Answers
Imran Hossain answered 6 years ago

ফটোশপ কি

সাধারণত আমরা ফটোশপ ব্যবহার করে, ছবিতে নতুন ডিজাইন, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, ছবি এডিট করা, ছবিতে বিভিন্ন ধরনের ডিজাইন কিংবা ছবিতে বিভিন্ন ধরনের রং সহ ফটোশপ দিয়ে একটি ছবিকে বেশ আকর্ষনীয় করে তোলা যায়। তবে বর্তমান সময়ের সর্বাধিক ব্যবহৃত ফটোশপ হচ্ছে, Abode Photoshop যা আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি।
তাছাড়া ফটোশপে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, যা ব্যবহার করে আপনি, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, পত্রিকা, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।


ফটোশপ এর ব্যবহার

পিসি কিংবা ল্যাপটপ এ ফটোশপ ব্যবহার করতে পারেন।

Your Answer

9 + 14 =

error: Content is protected !!