এ কাজ টি আপনি পুর্বের তারিখের সাথে আজকের তারিখ বা যে তারিখ পর্যন্ত, সেটি বিয়গ করলে পেয়ে যাবেন ।
কিন্তু আমরা এক্সেলে যেভাবে ডেট লেখি সেভাবে দুটি ডেট বিয়োগ হয়না, আমাদের date() function ব্যবহার করতে হবে শুরুতে ।
আমরা আজকের তারিখের সাথে আগের তারিখ বিয়োগ করতে চাইলে সরাসরি today() function ব্যবহার করলেই চলবে ।
এবং সেল ফরম্যাট টা সাধারনত date এ থাকে বলে বোঝা যায়না, সেটিকে General Format এ করে নিতে হয় ।
আর যদি দুটিতেই date() ব্যবহার করেন তাহলে General করা লাগবেনা ।
প্রয়োজনে আমাদের বেসিক এক্সেল ভিডিও গুলো দেখে নিতে পারেন @ https://www.youtube.com/playlist?list=PLB9lPE8p9hsYJc5CLpSrhUkr5WlN1Qdn0
উদাহরন ১
উদাহরন হিসেবে শুরুতেই today() function এব ব্যবহার দেখুন
আমরা D1 সেলে একটি তারিখ দিয়েছি এবং E1 সেলে আজকের তারিখ থেকে আগের তারিখ টি বিয়োগ করেছি যা উপরের ফরমুলা বারে দেখা যাচ্ছে ।
কিন্তু সমস্যা হলো, আমরা E1 Cell এ তারিখ/ ডেট ফরম্যেটেই তথ্য টি পেয়েছি । এবার সেটিকে আমরা General Forma দেবো ।
এবার E1 Cell এর উপরে রাইট ক্লিক করে Format Cells… এ ক্লিক করুন এবং Number ট্যাব থেকে General নির্বাচন করে OK করুন ।
অথবা E1 Cell সিলেক্ট করে রিবনের Date এ ক্লিক করে General করে দিন । নিচের ছবির মতো ।
OK করার পর দেখুন নিচের মতো হবে
আমরা পেয়ে গেছি দিন আকারে
উদাহরন ২
এবার পরের উদাহরন অর্থাৎ date() ব্যবহার করে দেখবো । এক্ষেত্রে আগে date() function ব্যবহার করে যে ডেট থেকে বিয়োগ করতে চাই সেই তারিখ টি বসাতে হবে এবং এর পর আগের যে তারিখ পর্যন্ত চাই সেটি ।
কিন্তু date() এর ফরমেট হলো date(year, month, date) এ রকম । তাই নিচের চিত্র টি দেখলে দেখবেন যেন আমরা date(2021,3,21) লিখেছি ।
উদাহরন ৩
এক্সেলের যে কোন সেলে লিখুন নিচের মতো করে
=DATE(2021,3,21)-DATE(2020,4,23)
যেখানে date() হলো year, month, date ফরম্যাটে ।