ফোনে কথা বলা অবস্থায় কল ঢোকেনা কেনো ?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনফোনে কথা বলা অবস্থায় কল ঢোকেনা কেনো ?
hasan asked 4 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

ফোনে একটি কল চলমান থাকা অবস্থায় কেউ যদি আবার সেই নাম্বারে কল করে,তাহলে অপরপক্ষ সাধারনত বিজি নোট পায় । আর এ কারনে ফোনে কথা বলা অবস্থায় কল না ঢুকে বিজি দেখায় ।


তবে আপনি কল ওয়েটিং (Call Waiting) চালু  করে নিলেই ফোনে কথা বলা অবস্থাতেও কল ঢুকবে । আর এ অপশনটি ফোন ভেদে আলাদা আলাদা জায়গায় থাকতে পারে । বাটন ফোন গুলোতে সাধারনত সেটিং এর ভেতরে Call settings এ থাকে Call Waiting অপশন টি । আর এন্ড্রয়েড ফোন গুলোতে থাকে সাধারনত ফোন ডায়ালারের যে মেনু থাকে সেখানেই ।

Android Phone গুলোতে Samsung Phone এ Call Dial এ যে মেনু থাকে, তার ভেতরে Supplementary Service থেকে Call Waiting

আবার Redme  Phone গুলোতে থাকে Call Dial এর মেনুতেই । তো আপনার ফোন অনুসারে খুজে নিয়ে অ্যাকটিভ করে নিন কল ওয়েটিং সার্ভিস টি ।

আপনি আপনার ফোনের সেটিং এ ঢুকে সার্চ ও করতে পারেন Call Waiting দিয়ে, পেয়ে যাবেন সহজেই আশা করি ।

Your Answer

12 + 16 =

error: Content is protected !!