বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে আমরা কি কি সুবিধা পাবো?

প্রশ্ন উত্তরCategory: সাধারণবঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে আমরা কি কি সুবিধা পাবো?
Jahagir asked 6 years ago

এই বিষয়ে বিস্তারিত জানতে চাই ।


1 Answers
Imran Hossain answered 6 years ago

বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুবিধা

বাংলাদেশ ৫৭  তম দেশ হিসাবে প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১  মহাকাশে উৎক্ষেপণ করেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, তা নিচের দিকে দেখানো হল ।


  • টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের ভিটি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব।
  • বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজ। এর ব্যান্ডউইডথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেটবঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা প্রসারেও ব্যবহার করা যাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট।
  • বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা চালু রাখা সম্ভব হবে।

Your Answer

8 + 1 =

error: Content is protected !!