বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: গণিতবিভিন্ন প্রকার কোণ সম্পর্কে জানতে চাই
Sohel asked 4 years ago

কোণ নিয়ে বিস্তারিত 


2 Answers
Abu Alam answered 4 years ago

প্রথমে কোণ সম্পর্কে জেনে নেই:


বিভিন্ন প্রকার কোণ

➤কোণ (Angle) দুটি রশ্মির পাদবিন্দু একই হলে অর্থাৎ দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতি আকৃতি গঠন করে তাকে কোণ বলে।
বিভিন্ন প্রকার কোণ এর সজ্ঞা নিচে দেয়া হলো

শুণ্য কোণ: যে কোণের পরিমাপ 0° তাকে শুণ্য কোণ বলে। এক্ষেত্রে, আসলে কোনো কোণ উৎপন্ন হয় না। একটি রশ্মি আরেকটি রশ্মির উপর পতিত হয়।

সূক্ষ্মকোণ (Acute angle) : শূন্য(0) ডিগ্রি  থেকে বড় এবং ৯০ ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।

সমকোণ (Right angle) : কোনো কোণের পরিমাপ ৯০ ডিগ্রি হলে তাকে সমকোণ বলে। রশ্মিদ্বয় পরস্পরের লম্ব হয়ে থাকে।

স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।

প্রবৃদ্ধকোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x >180 হলে x একটি প্রবৃদ্ধ
কোণ।

সরলকোণ (Straight angle) : দু’টি  রশ্মি পরস্পর সম্পুর্ণ  বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’

পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ
দুই সমকোণের সমান বা 180  ডিগ্রি

বিপ্রতীপকোণ (Vertically Opposite angle ) : কোনো কোণের বাহুদ্বয় এর বিপরীত রশ্মি দ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে ঐকোণের বিপ্রতীপ কোণ বলে।

সম্পূরককোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

একাস্তরকোণ: দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।

অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।

সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।

তীর্যক কোণঃ যে কোণের পরিমাপ ৯০° নয় বা ৯০° এর কোনো গুণিতক নয় তাকে তির্যক কোণ বলে। অন্যভাবে বলা যায়, যে কোণের মান সমকোণের কোন গুণিতক নয় তাকে তির্যক কোণ বলে।

পরিপূরক কোণঃ
দুইটি কোণের যোগফল ৩৬০° বা চার সমকোণ হলে কোণ দুইটিকে পরস্পর পরিপূরক কোণ বলে।

পূর্ণকোণঃ যে কোণের পরিমাপ ৩৬০° তাকে পূর্ণকোণ বলে অর্থাৎ  একটি রশ্মি তার আদি অবস্থান থেকে ঘুরে আবার একই অবস্থান ফিরেড আসলে যে কোণ উৎপন্ন হয় তাকে পূর্ণকোণ বলে।

Army answered 3 years ago

Apni jodi tirjok kon ar chitro ta dite upokar hoto  


Your Answer

4 + 18 =

error: Content is protected !!