বিল গেটসের প্রথম প্রোগ্রামের নাম কি ?

প্রশ্ন উত্তরCategory: প্রোগ্রামিংবিল গেটসের প্রথম প্রোগ্রামের নাম কি ?
Roton asked 7 years ago


1 Answers
Imran Hossain answered 7 years ago

এমএস ডস ইংরেজিতে MS-DOS, যা Microsoft Disk Operating System এর পূর্ণরূপ । এমএস ডস পরিবারের অপারেটিং সিস্টেমগুলির মধ্যে এটিই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং ১৯৮০-র দশকে পিসি-কম্প্যাটিবল প্ল্যাটফর্মগুলির বাজার দখলকারী প্ল্যাটফর্ম। পরবর্তীতে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ধীরে ধীরে এটিকে প্রতিস্থাপন করে।
ms dos বিল গেটস এর প্রথম প্রোগ্রাম । এমএস-ডস প্রথম ১৯৮১ সালে প্রকাশ পায় এবং ২০০০ সালে এর উন্নয়ন বন্ধের আগ পর্যন্ত এর আটটি সংস্করণ বের হয়। একটি প্রোগ্রামিং ভাষা কোম্পানি থেকে বৃহত্তর সফটওয়্যার কোম্পানিতে মাইক্রোসফটের উত্তরণের পেছনে এমএস-ডস ছিল প্রধান একটি পণ্য। এটি কোম্পানিটিকে অস্তিত্ত্ব ও প্রসারের জন্য প্রয়োজনীয় লাভ ও বাজার সম্পদের ব্যবস্থা করে দেয়।


Farhana replied 6 years ago

হয়নি। Tic-Tac-Toe হবে।

Your Answer

13 + 15 =

error: Content is protected !!