বৃত্তের স্পর্শক ও ছেদক বলতে কি বোঝায়?

প্রশ্ন উত্তরCategory: গণিতবৃত্তের স্পর্শক ও ছেদক বলতে কি বোঝায়?
Sohel asked 3 years ago

স্পর্শক ও ছেদক সম্পর্কে জানতে চাই


1 Answers
Abu Alam answered 3 years ago

➤স্পর্শকঃসমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি এবং কেবল একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।
➤সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখা একসাথে একাধিক বৃত্তের স্পর্শক হতে পারে। যদি একটি সরলরেখা একই সাথে দুটি বৃত্তের স্পর্শক হয় তাকে সাধারণ স্পর্শক বলে।
➤সরল সাধারণ স্পর্শকঃ সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটির কেন্দ্র থাকলে ঐ স্পর্শক কে সরল সাধারণ স্পর্শক বলে।
➤তীর্যক সাধারণ স্পর্শকঃ সাধারণ স্পর্শকের বিপরীত পাশে বৃত্ত দুটির কেন্দ্র থাকলে তাকে তীর্যক সাধারণ স্পর্শক বলে।
➤ ছেদকঃ সমতলস্থ একটি সরলরেখা ও বৃত্তের দুটি ছেদবিন্দু থাকলে তবে ঐ রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়।


Your Answer

7 + 3 =

error: Content is protected !!