ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই
ফারিহা asked 4 years ago

ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি জানতে চাই 


1 Answers
Ziaur answered 4 years ago

ব্যাকটেরিয়া হলো আণুবীক্ষণিক অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত ০.২ – ৫ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।  এরা এককোষী জীব, তবে একসাথে অনেকগুলো কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে  ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক (প্রাককেন্দ্রিক) । কোষে 70s রাইবোজোম থাকে ।


ব্যাকটেরিয়া জনিত রোগ কি কি

ব্যাকটেরিয়ার মাধ্যমে জীবের উপকার ও অপকার দুটোই হয়ে থাকে। ব্যাকটেরিয়ার মাধ্যমে যে সকল রোগ সৃষ্টি হয়ে থাকে তা নিম্মরুপ:
যক্ষা
১) টাইফয়েড,প্যা­রাটাইপয়েড
২)মেনিন জাইটিস
৩) অ্যানথ্রাক্স
৪) ধনুষ্টংকার
৫) কুষ্ঠ (লেপ্রোসী)
৬) ডিপথেরিয়া
৭) বটুলিজম
৮) হুপিংকাশি
৯) সিফিলিস
১০) গনোরিয়া
১১)কলেরা
১২) রক্ত আমাশয়
১৩) ফোড়
১৪) প্লেগ

Your Answer

10 + 12 =

error: Content is protected !!