ব্যাপন কী? উদ্ভিদের ক্ষেত্রে এর গুরুত্ব বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানব্যাপন কী? উদ্ভিদের ক্ষেত্রে এর গুরুত্ব বর্ণনা কর।
Ziaur asked 3 years ago


2 Answers
Ziaur answered 3 years ago

ব্যাপন কী

স্বাভাবিক বায়ুমন্ডলীয় তাপ ও চাপে কোনো বস্তুর, তরল কিংবা বায়বীয় মাধ্যমে অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে  স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে।


যেমন – ঘরের এক কোণে সেন্টের বোতল খোলা মুখে রাখলে তার থেকে সেন্টের সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে, এটি হলো গ্যাসীয় পদার্থের ব্যাপন।

ব্যাপন একটি ভৌত প্রক্রিয়া। উদ্ভিদের পাতার মেসোফিল টিস্যুতে ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি থাকা কোষগুলো পাশের কোষ থেকে পানি টেনে নেয়।

উদ্ভিদের জন্য ব্যাপনের গুরুত্ব:

  • বায়ুমন্ডল হতে CO2 ব্যাপন প্রক্রিয়ায় পাতায় প্রবেশ করে। সবুজ পাতায় CO2 গ্রহণ সালোকসংশ্লেষণের জন্য আবশ্যক।
  • শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় বায়ু থেকে কোষাভ্যান্তরে প্রবেশ করে।
  • উদ্ভিদদেহের অভ্যন্তরে পানি ও খনিজ লবণ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত ব্যাপন প্রক্রিয়ায় হয়ে থাকে।

Dev answered 3 years ago

প্রস্বেদন কী?


Your Answer

13 + 14 =

error: Content is protected !!