ব্লগ কি ও কেন ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণব্লগ কি ও কেন ?
Sanoyar asked 6 years ago

ব্লগ কি ও কেন এর সম্পর্কে জানতা চাই?  


1 Answers
Imran Hossain answered 6 years ago

ব্লক কি
ইংরেজি Blog শব্দটি weblog এর সংক্ষিপ্ত রূপ । ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ । এইটি এক ধরনের অনলাইন ব্যক্তিগত তথ্যবলি কিংবা ব্যক্তিকেন্দিক পত্রিকা । যিনি ব্লগ পোষ্ট করেন তাকে ব্লগার বলা হয়ে থাকে । একজন ব্লগার প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটের কনটেন্ট যুক্ত করে আর ব্যবহারকারীরা তাদের তথ্যগুলো দেখে, সেখানে তাদের মন্তব প্রাকাশ করতে পারে । সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন থাকে ।
এক কথায় নিত্য নতুন ঘটনা বিষয় নিয়ে ব্লগাররা ব্লগ লিখে থাকেন এবং সবার সাথে সেগুলো শিয়ারিং করে থাকে । হতে পারে, কোন ওয়েবসাইটে পেপার পত্রিকা ।
ব্লগ কি ও কেন
ব্লগ এর মাধ্যেমে আপনি নিজের কেরিয়ার ডেভল্প করতে পারেন । ব্লগার হতে পারে আপনার আয়ের উৎস ইত্যাদি ।


Your Answer

20 + 4 =

error: Content is protected !!