মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে ৷ স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক ৷মস্তিস্কে প্রতি মিনিটে ৩৫০ মি.লি পরিমাণ রক্ত সরবরাহ করে থাকে ।
মস্তিস্কে প্রতি মিনিটি কি পরিমাণ রক্ত সরবরাহ করে থাকে ?
1 Answers
Your Answer