লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্য কি?

প্রশ্ন উত্তরCategory: প্রোগ্রামিংলোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্য কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

লোকাল ভেরিয়েবল ও গ্লোবাল ভেরিয়েবল এর মধ্যে পার্থক্যঃ

লোকাল ভেরিয়েবলগ্লোবাল ভেরিয়েবল
১. কোন ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলে।১. সকল ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলে।
২. ভিন্ন ভিন্ন ফাংশনে একই রকমের নামের লোকাল ভেরিয়েবল থাকতে পারে।২. একটি মাত্র গ্লোবাল ভেরিয়েবল একটি প্রোগ্রামের মধ্যে একই নামের থাকতে পারে।
৩. লোকাল ভেরিয়েবল কোন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ছাড়া অন্য কোন ফাংশনে ব্যবহার করা যায় না।৩. গ্লোবাল ভেরিয়েবলের কর্মকান্ড একাধিক ফাংশনের সাথে সংযুক্ত।
৪. লোকাল ভেরিয়েবল ফাংশনের শুরুতে ডিক্লেয়ার করা হয়।৪. গ্লোবাল ভেরিয়েবল সাধারণত প্রোগ্রামের শুরুতে ডিক্লেয়ার করা হয়।


Your Answer

7 + 12 =

error: Content is protected !!