শতকরা বের করার সহজ উপায়

প্রশ্ন উত্তরCategory: গণিতশতকরা বের করার সহজ উপায়

খুব সহজেই কিভাবে শতকরা বের করা যায়? শতকরা বের করার সহজ উপায় জানতে চাই ।


2 Answers
Abu Alam answered 4 years ago

শতকরা কি এটা সম্পর্কে জানা যাক।খুব সহজ ভাবে বললে শতকরা হলো এমন একটি অনুপাত বা ভগ্নাংশ যার হর ১০০। যেমনঃ ২০% এর অর্থ হলো ২০/১০০।
এখন কোনো নির্দিষ্ট সংখ্যার সাপেক্ষে শতকরা নির্ণয় করতে বলা হলে খুব সহজে এবং কম সময়ে শতকরার এই সমাধান করতে পারব।
যেমন,১৮০ এর ৩৫%= কত?
এমন ধরনের শতকরা খুব সহজে নির্ণয় করতে হলে প্রথমে ১৮০ এবং ৩৫এর গুণফল বের করতে হবে। অর্থাৎ ১৮০×৩৫= ৬৩০০। 
এখন প্রাপ্ত গুনফলকে ১০০ দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলই নির্ণেয় উত্তর।
আরো একটু সহজভাবে বললে –
প্রাপ্ত গুণফল এর সংখ্যাটির ডান থেকে বামে ২ অংকের আগে দশমিক দিলেও উত্তর পাওয়া যাবে।
অর্থাৎ ১৮০এর ৩৫%=৬৩।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
 


Abdul Hakim answered 2 years ago

শতকরা কোন কি ব্যবহার করতে হয় না


Your Answer

6 + 14 =

error: Content is protected !!