সমীকরণ কত প্রকার ও কি কি

প্রশ্ন উত্তরCategory: গণিতসমীকরণ কত প্রকার ও কি কি
Hasan asked 4 years ago

সমীকরণ কত প্রকার ও কি কি জানতে চাই 


4 Answers
Abu Alam answered 4 years ago

সমীকরণ(Equation) : খুব সহজ ভাবে বললে সমান চিহ্ন সংবলিত বহুপদীকে সমীকরণ বলে। সমান(=) চিহ্নের উভয় পাশে দুটি বহুপদী থাকে এবং বহুপদী দুইটির মাত্রা সমান হতে পারে নাও হতে পারে।


সমীকরণের প্রকারভেদ( Types of Equation) :

সমীকরণের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। তবে চলক ও সর্বোচ্চ ঘাতের বিবেচনায় বিভিন্ন প্রকার সমীকরণ লক্ষ্য করা যায়।

চলকের ভিত্তিতে সমীকরণ গুলো হলো

  1. এক চলক বিশিষ্ট সমীকরণ যেমনঃ x+1=0,
  2. দুই চলক বিশিষ্ট সমীকরণ, যেমনঃ 2x+3y=1
  3. তিন চলক বিশিষ্ট সমীকরণ,

যেমনঃ 5x+3y-2z=0
ইত্যাদি

ঘাতের বিবেচনায় সমীকরণ গুলো হলো,
১। একঘাতী বা সরলরৈখিক সমীকরণ।
যেমনঃ 2x+y=0

২৷ দ্বিঘাত সমীকরন।
যেমনঃ x^2+2x+1=0

৩। তিন ঘাত বিশিষ্ট সনীকরণ
যেমনঃ X^3+3x+2=0

৪। চার ঘাত বিশিষ্ট সমীকরণ
যেমন x^ 4+9=0
ইত্যাদি।

Sattwik mandal answered 2 years ago

Good


Sattwik mandal answered 2 years ago

Good


Sarowar rahaman answered 2 years ago

Nice


Your Answer

9 + 15 =

error: Content is protected !!