সরকারি সাইলো কী? ব্যাখ্যা কর।

প্রশ্ন উত্তরCategory: ক্যারিয়ারসরকারি সাইলো কী? ব্যাখ্যা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

সরকারি সাইলোর বিবরণঃ


  • সাইলো সরকারের একটি গুরুত্বপূর্ণ খাদ্য স্থাপনা ও খাদ্যশস্য সংরক্ষণ, বিলি বিতরণ কেন্দ্র।
  • দেশব্যাপী কৃষকের খাদ্যদ্রব্য সংরক্ষণে সােইলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসব সাইলোতে কীটনাশকবিহীন মজুত ব্যবস্থার মাধ্যমে ২ থেকে ৩ বছর শস্যের পুষ্টিমান বজায় রাখা, আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মজুত শস্যের মান নিয়ন্ত্রণ করা এবং নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলা যায়।
  • এছাড়া সরকার দুর্যোগ প্রবণ এলাকার পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে পারিবারিক সাইলো (মটকা) বিতরণ করে থাকে।

Your Answer

10 + 16 =

error: Content is protected !!