সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি?

প্রশ্ন উত্তরCategory: গণিতসরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি?
Jomir asked 4 years ago

সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি ? কোনটা ভালো ?


2 Answers
Abu Alam answered 4 years ago

মুনাফা(Interest):কোন অর্থ ব্যাংকে অথবা কোন কোন আর্থিক প্রতিষ্ঠানে রাখলে তার বিপরীতে ব্যাংক বা প্রতিষ্ঠানটি অতিরিক্ত যে অর্থটা প্রদান করে তাকে মুনাফা বলে।
মুনাফা দুই প্রকার।
১।সরল মুনাফা
২।চক্রবৃদ্ধি মুনাফা
১। সরল মুনাফাঃ শুধুমাত্র আসল বা মূলধনের উপর যে মুনাফা প্রদান করা হয় তাকে সরল মুনাফা বলে
সরল মুনাফা নির্ণয়ের সূত্র
সরল মুনাফা=মূলধন×সময়×মুনাফার হার
যেমন, ৫০০০ টাকার ৪% হারে ২ বছরে মুনাফা হবে=৫০০০×(৪/১০০)×২=৪০০ টাকা।
অর্থাৎ, মুনাফা-আসল =৫০০০+৪০০=৫৪০০
২।চক্রবৃদ্ধি মুনাফাঃ নির্দিষ্ট সময়ের পরে মূলধনের সাথে অর্জিত মুনাফাকে যোগ করে পরবর্তী সময়ে মুনাফা -আসলের উপর নতুন করে মুনাফা প্রদান করা হলে তাকে যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফা বলা হয়।
যৌগিক বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রঃ
চক্রবৃদ্ধি মুনাফা={মূলধন (১+মুনাফার হার)^সময়}-মূলধন
অর্থাৎ কোন ব্যক্তি ৫০০০ টাকা ব্যাংকে রাখলে তার বিপরীতে ৪ শতাংশ হারে ২ বছরে মুনাফার পরিমাণ হবে
={৫০০০×(১+.০৪)^২}-৫০০০
=৫৪০৮-৫০০০
=৪০৮
দেখা যাচ্ছে চক্রবৃদ্ধি হারে মুনাফায় সরল মুনাফা অপেক্ষায় অনেক বেশি হয় কারণ এখানে পূর্বের বছরের মুনাফা আসল উভয়ের উপরেই অতিরিক্ত মুনাফা প্রদান করা হয় যেখানে সরল মুনাফায় শুধুমাত্র মূলধনের উপর মুনাফা প্রদান করা হয়।


Tarek Rahman answered 2 years ago

আসলে
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আগের মুনাফা-আসলের উপর অতিরিক্ত সুদ প্রদান করা হয়।


Your Answer

15 + 9 =

error: Content is protected !!