আমি জিপি থেকে কম মূল্যে এসএমএস প্যাকেজ কিভাবে ক্রয় করতে পারি। কেউ আমাকে সাহায্য করতে পারবেন। কোথায় থেকে জিপির কম মূল্যে এসএমএস প্যাকেজ ক্রয় করতে পারব।
আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন
তাহলে Google Play Store (Android Phone/Tab এর ক্ষেত্রে) অথবা App Store (iPhone/iPad এর ক্ষেত্রে) থেকে MyGP অ্যাপটি নামিয়ে নিতে পারেন ।
এরার সেখানে FlexiPlan আইকন থেকে GP Flexi Plan এ গিয়ে আপনার ইচ্ছে মতো SMS Pack ও সময় নির্বাচন করে কিনে নিতে পারেন । নিচের ছবি দুটি দেখুন ।
এখান থেকে FlexiPlan এ যান যা দেখতে নিচেম মতো হবে । এবার এখান থেকে আপনার মন মতো প্যাকেজ কিনে নিন ।
যদি বাটন ফোন ব্যবহার করেন তাহলে
তাহলে আপনি সরাসরি GP Web Flexi Plan এ গিয়ে আপনার পছন্দ মতো SMS Pack কিনে নিতে পারেন । এক্ষেত্রে আপনাকে কম্পিউটার বা অন্য কারো ফোন ব্যবহার করে https://www.grameenphone.com/flexi-plan এই পেজ টিতে যেতে হবে এবং এখান থেকে কিনে নিতে পারবেন ।
ধন্যবাদ
প্রিয় বন্ধু, আপনার প্রশ্ন খুবি সুন্দর হয়েছে? আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি কতটি এসএমএস প্যাকেজ ক্রয় করতে চান। 25 বা 50 অথবা 100 এসএমএস প্যাকেজ। আপনি GP SMS pack এই লিংকে গিয়ে সস্তা মূল্যে এসএমএস প্যাকেজ ক্রয় করতে পারবেন। তাছাড়া, আপনি Grameenphone অফিসিয়াল ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন। গ্রামীণফোন সার্ভিস নাম্বার হচ্ছে – 121 কল দিয়ে কম মূল্যে এসএমএস ক্রয় করতে পারেন।