ইন্টারনেট কল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চাই । কিভাবে মোবাইলে ইন্টারনেটে ফ্রী কল করা যায় সে বিষয়ে জানতে চাই
ইন্টারনেট কল করার নিয়ম
ইন্টারনেট ব্যবহার করে অনেক ভাবেই কল করা যায় । বেশ কিছু সফ্টওয়ার আছে যেমন Skype, Google Duo, Viber, Whats app, Facebook সহ আরো বেশ কিছু অ্যাপ । আপনি চাইলে ইন্টারনেট থেকে সরাসরি ফোনেও কল করতে পারবেন, তবে সে ক্ষেত্রে আলাদা টাকা দিতে হয় । কিন্তু ইন্টারনেট থেকে ইন্টারনেট যুক্ত ডিভাইস এ ফ্রি কল করা যায় ।
স্কাইপ কিংবা ভাইবার এ টাকা ( আসলে ডলার যা ক্রেডিড কার্ড কিংবা পেপাল দিয়ে কিনতে হয় ) আপনি ফোনে কথা বলতে পারবেন । আর স্কাইপ টু স্কাইপ কিংবা ভাইবার টু ভাইবার ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ই কল করা যায় । দেখে নিতে পারেন আমাদের স্কাইপ এর উপর একটি টিউটোরিয়াল
Skype মোবাইল কিংবা কম্পিউটার এও ব্যবহার করা যায় ।
Google Duo দিয়েও ক্লিয়ার ভিডিও ও অডিও কল
আর গুগলের প্রডাক্ট Google Duo দিয়েও ক্লিয়ার ভিডিও ও অডিও কল করা যায় । তবে একটু বেশি নেট টানে ক্লিয়ার ভয়েস ও ভিডিও এর জন্য । এ্টি মোবাইল ফোনে চলে । দেখে নিতে পারেন Google Duo এর টিউটোরিয়াল নিচেল লিংক থেকে ।