ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি – কি করবো ?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি – কি করবো ?
Sagor asked 7 years ago

আমি আমার ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি । আমার ইমেইলা জিমেইলে করা ছিলো . কিভাবে আই আমার ইমেইলের পাসওয়ার্ড ফিরে পাবো ? কিংবা কিভাবে ঠিক করবো ?


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 years ago

আপনি কোন ইমেইল প্রভাইডার ব্যবহার করছের সেটা জানালে ভালো হতো । আশা করছি আপনি ইমেইল তৈরি করার সময় মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাইড করেছিলেন কিংবা অন্য ইমেইল দিয়ে দিয়েছিলেন ।


এবার লগইন করার পেজে গিয়ে দেখুন Forget Password নামে কিছু একটা থাকা দরকার । যদি না থাকে তো একবার ভুল পাসওয়ার্ড ই দিয়ে লগইন এর চেস্টা করুন । দেখবেন কিছু পরে আপনার সামনে এসে গেছে Forget Password এর লিংক । এবার সেই লিংক এ গিয়ে ঠিক করে দিন আপনি মোবাইল নাম্বার এ রকভারি কোড নিবেন নাকি ইমেইলে ।  অপশন গুলো তখন ই পাবেন যদি আগে থেকে রিকভারি ইমেইর কিংবা মোবাইল নাম্বার দেয়া থাকে ।

এবার রিকভারি কোড সাধারনত মোবাইল  এ পাঠায় আর নিউ পাসওয়ার্ড লিংক পাঠায় ইমেইল এ । ওদের দেয়া নির্দেশনা গুলো ফলো করলেই আপনি আপনার পাসওয়ার্ড নতুন করে দিতে পারবেন । আর নতুন পাসওয়ার্ড দেবার সময় শক্তিশালি Passover দিতে ভুলবেন না । আর যদি জিমেইল হয় তো দেখে নিতে পারেন

https://kivabe.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-recover/

ধন্যবাদ

Your Answer

10 + 4 =

error: Content is protected !!