উইন্ডোজ ১০ এ পিসির পারফরমেন্স কিভাবে দেখবো ?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারউইন্ডোজ ১০ এ পিসির পারফরমেন্স কিভাবে দেখবো ?

আমি আমার উইন্ডোজ ১০ এর কম্পিউটার পারফরমেন্স দেখতে চাই । কিভাবে দেখবো পারফরমেন্স জানাবেন । ধন্যবাদ … 


1 Answers
Imran Hossain answered 6 years ago

ধন্যবাদ আপনার প্রশ্ন করবার জন্য । উইন্ডোজ ১০ এ পিসি পারফরমেন্স দেখবার জন্য আপনি আপনার ডেক্সটপের Taskbar এর উপর মাউস থেকে Right বাটনে ক্লিক করুন । ক্লিক ক্লিক করার পর নিচের ছবির মতো অপশন বের হবে ।


Click to Task Manager

Click to Task Manager

এবার সেখান থেকে উপরের লাল দাগ করা Task Manager এ ক্লিক করুন । ক্লিক করার পর আপনি চলে যাবেন পরের স্টেপে ।

CPU Performance

CPU Performance

এবার সেখান থেকে উপরের ছবির লাল দাগ করা Performance লেখাতে ক্লিক করুন । ক্লিক করার পর উপরের ছবির মতো অপশন বের হবে । উপরের ছবির ডান পাশে দেখুন, সেই অংশে CPU, Memory এর Performance দেখাবে ।  এই ভাবে আপনি আপনার কম্পিউটার Performance দেখতে পারেন ।

Click any Option

Click any Option

আবার আপনি যদি সব সময় পিসি Performance  দেখতে চান, সেক্ষেত্রে উপরের ছবির বাম পাশের যেকোন একটি অপশনে ডাবল ক্লিক করুন, দেখবেন পেজটি লম্ব আকারে দেখা যাবে । ঠিক উপরের ছবির মতো । আবার পেজটি বড় করবার জন্য যেকোন একটি ফিচারে ডাবল ক্লিক করুন, পেজ বড় হয়ে যাবে । কম্পিউটার সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন, কম্পিউটার উইন্ডোজ টিউটোরিয়াল

Your Answer

5 + 16 =

error: Content is protected !!