Bijoy Unicode font

Md. Mahabub Alam asked 1 year ago

আমার কম্পিউটারিটি উইন্ডোস দেওয়ার পর থেকে কম্পিউটারের সকল ব্রাউজারে বাংলা লেখা যাচ্ছে না। আমি সব ধরনের ফন্ট কম্পিউটারে ইন্সট্রল করেছি এবং ব্রাউজারে বাংলা ইউনিকোড ফন্ট পরিবর্তন করেছি। তবে অন্য সব জায়গায় ইউনিকোড দিয়ে বাংলা লিখতে সমস্যা হচ্ছে না।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 1 year ago

আপনার উইন্ডোজ এর ভার্সন জানা দরকার ছিলো । নতুন করে উইন্ডোজ দেবার পর আপডেট দিলে ভালো হয়। বিশেষ করে আপনি যদি পুরাতোন ওয়েব ব্রাইজার ইন্সটল করে থাকেন অফলাইন ইন্সটলার থেকে, যেগুলো অবস্যই আপডেট করে নিবেন ।
 


Your Answer

20 + 14 =

error: Content is protected !!