ওয়ার্ড এ কিভাবে অতএব লেখে অতএব চিহ্ন লেখার নিয়ম

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামওয়ার্ড এ কিভাবে অতএব লেখে অতএব চিহ্ন লেখার নিয়ম
Hasan asked 2 years ago

আমি মাইক্রোসফ্ট ওয়ার্ড এ কিভাবে অতএব চিহ্ন দিবো ? ওয়ার্ড এ কিভাবে অতএব লেখে অতএব চিহ্ন লেখার নিয়ম জানতে চাই । 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 2 years ago

অতএব কে চিহ্ন আকারে লেখা হয় গণিত এ । এবং সেটি দেখতে হয় নিচের মতো


therefore in symbol

therefore in symbol

উপরে একটি ফোটা ও নিতে দুইটি ফোটা দিয়ে বোঝানো হয় অতএব (therefore).

Microsoft Word এ সাধারন ভাবে ও গাণিতিক সমীকরন এ লেখা যায় অতএব চিহ্ন ।

অতএব চিহ্ন লেখার নিয়ম

ওয়ার্ড প্রোগ্রামের Insert > Symbol থেকে নেয়া যায় অতএব চিহ্ন। রিবনের Insert থেকে Symbol এ ক্লিক করে More Symbols এ ক্লিক করুন । নিচের মতো পাবেন, সেখান থেকে অতএর চিহ্ন খুজে নিয়ে Inset এ ক্লিক করলেই পেয়ে যাবেন।

insert symbol in MS Word

insert symbol in MS Word

দেখে নিতে পারেন ওয়ার্ড ডকুমেন্টে সেম্বল নিয়ে আসার পোষ্ট টি অথবা অথবা নিচের ভিডিও টি দেখুন ।

ওয়ার্ড ডকুমেন্টে Symbol এর ব্যবহার

গাণিতিক সমীকরনে কিংবা সাধারন ভাবে সেম্বল থেকে অতএর চিহ্ন নিয়ে আসার ভিডিও টিউটোরিয়াল

Your Answer

9 + 16 =

error: Content is protected !!