ওয়ার্ড ডকুমেন্টকে কিভাবে ছবি করবো জানতে চাই । মানে ওয়ার্ড এর পেজটাকে কিভাবে ছবিতে রুপান্তর করবো ? ধন্যবাদ ..
ওয়ার্ড ডকুমেন্ট থেকে ছবি (Word Document to Image)
ওয়ার্ড ডকুমেন্ট কে ছবি করার জন্য আপনি স্ক্রীনশর্ট নিয়ে ওয়ার্ড ডকুমেন্টকে ছবিতে পরিনিত করতে পারেন । এখানে ক্লিক করে দেখে নিতে পারেন কিভাবে স্ক্রীন শর্ট নিতে হয় । এই কাজটি করার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে না ।
অথবা আপনি সরাসরি অনলাইন থেকে Word Document কে ইমেজ আকারে তৈরি করে নিতে পারেন । সেটি করার জন্য আপনার ডিভাইসের যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করে wordtojpeg.com এন্টার প্রেস করুন । দেখবেন সেখানে একটি পেজ দেখা যাবে । সেই পেজে Upload Files লেখা দেখা যাবে, সেটিতে ক্লিক করে আপনার ডিভাইস থেকে Word ডকুমেন্ট ফাইল আপলোড করে নিন ।
আপলোড করার পর দেখবেন সেখানে Download All লেখা বাটন আছে, সেটিতে ক্লিক করার পর ওয়ার্ড ডকুমেন্ট ZIP ফাইল হিসাবে ডাউনলোড হবে । এবার সেখান থেকে ছবি ওপেন করলে দেখা যাবে । আপনার ডকুমেন্টকে খুব সুন্দর ভাবে Image হিসাবে দেখা যাবে ।