ঔষধের মেয়াদ দেখার নিয়ম কি ?

প্রশ্ন উত্তরCategory: স্বাস্থ্য সেবাঔষধের মেয়াদ দেখার নিয়ম কি ?
Mihrima asked 3 years ago

ওষুধের মেয়াদ কোথায় দেখে ? ঔষধের মেয়াদ দেখার নিয়ম জানতে চাই । 


1 Answers
Rimon answered 3 years ago

ঔষধের মেয়াদ দেয়া থাকে ঔষদের বোতল বা কভার এর বা মোড়োক এর গায়ে । আবার টেবলেট বা ক্যাপসুল জাতীয় ঔষুধের ক্ষেত্রে পাতা গুলোতেই দেয়া থাকে Expire Date.


ঔষধের মেয়াদ দেখার নিয়ম

নিচের ছবি গুলো দেখুন

medicine expiry date

medicine expiry date

এটি একটি টেবলেট জাতিয় ওষুধ এর পাতা যেটার নিচের দিকে অনেকেই দেখে থাকবেন কিছু লেখা থাকে । ভালো করে খেয়াল করলে দেখবেন E এর পরে কিছু সংখ্যা থাকে । যেমন টি আছে উপরের ইমেজে ।

খেয়াল করে দেখুন E0621 , এখানে ০৬ হলো মাস আর ২১ হলো বছর । তাহলে ওষদটির মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ এটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ। নিচের ছবিতেও সেরকম ই ।

E0123 অর্থাৎ এখন ও মেয়াদ উত্তীর্ণ হয়নি।

tablet medicine expiry date

tablet medicine expiry date

আর নিচের টির ক্ষেত্রে Exp date দেয়া আছে । 08/07/2016 যা দেখে বোঝা যাচ্ছে এটি মেয়াদ উত্তীর্ণ ঔষধ ।

expire date

expire date

Your Answer

10 + 19 =

error: Content is protected !!