ডিজিটাল সিগনেচার কি এবং সিগনেচার করার নিয়ম

প্রশ্ন উত্তরCategory: ক্যারিয়ারডিজিটাল সিগনেচার কি এবং সিগনেচার করার নিয়ম
Manik asked 6 years ago

সিগনেচার কিভাবে করে হয় এবং সিগনেচার করার নিয়ম কি 


2 Answers
Imran Hossain answered 6 years ago

ডিজিটাল সিগনেচার বলতে ইলেক্ট্রনিক মেসেজের এর মত একই কার্য সম্পাদন করে থাকে । ডিজিটার সিগনেচার হল  একটি মেসেজ ডাইজেস্টে’র এনক্রিপ্টেড ভার্সন যা একটি মেসেজ’র সাথে একত্রে সংযুক্ত থাকে। যেমন হতে পারে, ইমেইল পাঠানোর মাধ্যেমে ।  ডিজিটাল স্বাক্ষর Primary Key দ্বারা তৈরি করা যায় ।


স্বাক্ষর করার নিয়ম

স্বাকক্ষর করার কোন নিয়ম নেই আমার জানা মতে । স্বাক্ষর হচ্ছে নিচের ব্যক্তিগত আপনি আপনার মতো করে স্বাক্ষর দিতে পারেন অথবা নামের প্রথম অক্ষর ঠিক রেখে সিগনেচার দিতে পারেন ।

Moshiur Rahman answered 4 years ago

Moshiur Rahman


Your Answer

8 + 3 =

error: Content is protected !!