পাহাড় ও পর্বত কি একই ?

প্রশ্ন উত্তরCategory: সাধারণপাহাড় ও পর্বত কি একই ?
Ratan asked 4 years ago

অনেকেই দেখি পাহাড় আর পরবত একই বলছে , আসলে কি একই? নাকি পাহাড় ও পর্বত এর মধ্যে পার্থক্য আছে ? 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

পাহাড় ও পর্বত অনেকের কাছে একই মনে হলেও একই না । এদের মাঝে অনেক মিল থাকলেও কিছু পার্থক্য আছে যা এদের আলাদা করে চেনায় । চলুন দেখে নেয়া যাক এদের সংজ্ঞা কি ?


পাহাড় কাকে বলে?

পাহাড় বলতে আমরা ভূ-পৃষ্ঠের এমন একটি অবস্থানকে বুঝি যার উচ্চতা অধিক নয় এবং এর ঢাল খাড়া নয় ।  এটি অপেক্ষাকৃত  কম জায়গা নিয়ে থাকে পর্বতের চেয়ে । পাহাড় এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৬১০ মিটার বা ২০০০ ফুট এর কম হয় । যদিও এর কিছু মতভেদ রেয়েছে ।

পর্বত কাকে বলে?

পর্বত বলতে আমরা ভূ-পৃষ্ঠের এমন একটি অবস্থানকে বুঝি যার উচ্চতা অধিক এবং যা খাড়া ঢাল বিশিষ্ট। পর্বত সাধারণতঃ সমুদ্র পৃষ্ঠ থেকে কমপক্ষে ৬১০ মিটার বা ২০০০ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। এটি অধিক জায়গা জুড়ে থাকে ।

নিচের ছবিটিতে আরো একটু ক্লিয়ার হতে পারবেন

Hill and Mountain

 

ধন্যবাদ পাহার আর পর্বত এর বিষয় এ আলোচনা করার জন্য। 


Your Answer

8 + 3 =

error: Content is protected !!